-
-
লিখেছেন কলকাতা কমন্স
-
মূল বিভাগঃ কথোপকথন
-
বিভাগঃ বারোয়ারিতলা
উত্তরবঙ্গের জনজাতি সমাজের দাবীসনদ, কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া
সংরক্ষণের অধিকার
১। উত্তরবঙ্গের অনেকগুলো জনজাতির মানুষ তফশিল উপজাতি তালিকাভুক্ত নন। অথচ তাঁরা সে তালিকাভুক্ত হবার যোগ্য। অবিলম্বে তাঁদের চিহ্নিত করে তালিকা ভুক্ত করতে হবে।
প্রশাসনিক পদক্ষেপ
২। পশ্চিমবঙ্গের চা-বাগানগুলিতে নতুন শ্রম আইন লাগু করা যাবে না।
৩। অবিলম্বে ২০০৬ বন অধিকার আইন-কে পশ্চিমবঙ্গে লাগু করতে হবে।
৪। ১৯২৭-এর বন আইন কেন্দ্র সরকার যে সংশোধনী প্রস্তাব করেছে, পশ্চিমবঙ্গে সরকারকে তার সম্পূর্ণ আপত্তি জানাতে হবে।
বৈষম্যের বিরুদ্ধে
৫। পরিকল্পনাহীণ ট্যুরিজম নির্ভর উন্নয়নের নাম, উত্তরবঙ্গের জনজাতিগুলির সামাজিক স্বাধীনতাকে বিপন্ন করা চলবে না। জনজাতির সংস্কৃতির পণ্যায়ন বন্ধ করতে হবে।
৬। উত্তরবঙ্গে উন্নয়ন বা পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত সংশ্লিষ্ট জনজাতি ও গ্রামসভাকে এড়িয়ে করা যাবে না।
শিক্ষার অধিকার
৭। উত্তরবঙ্গে প্রতিটি জনজাতির শিশুদের তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
জীবন জীবিকার অধিকার
৮। অবিলম্বে বন্ধ চা বাগানগুলো খুলে শ্রমিক সমবায়ের হাতে মালিকানা তুলে দিতে হবে।
৯। উত্তরবঙ্গের জনজাতিগুলোর জীবন জীবিকার অধিকার বিপন্ন করে টী ট্যুরিজম-এর নামে চা বাগানের জমি বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে না।
১০। উত্তরবঙ্গের কৃষিজ ফসলের ওপরে ভিত্তি করে কৃষি নির্ভর শিল্প স্থাপন করতে হবে।
১১। উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত ও পরিবেশসম্মত ব্যবহার নিশ্চিত করে সিমেন্ট ডলোমাইট প্রভৃতি কারখানা স্থাপনের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করতে হবে।
আমরা এই দাবীসনদগুলোকে কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া বলছি। কারণ, আমরা মনে করি, এটা একটা চলমান প্রক্রিয়া। এই দাবীসনদে অন্তর্ভুক্ত কোন দাবী নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। কেউ কোন সংযোজন প্রয়োজন মনে করতে পারেন।
ফেসবুকে এই দাবীসনদগুলো প্রকাশ করার পাশাপাশি, আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই দাবীসনদগুলো ইমেল করছি। বিভিন্ন পরিচিতির মাধ্যমে চেষ্টা করছি, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে এই দাবীসনদ পৌঁছে দিতে এবং তাঁদের মতামত জানতে।
এখানে যে কেউ এই প্রক্রিয়াটাকে আরও ফলপ্রসূ করে তোলার উদ্যোগে সহায়তা করতে পারেন।
১। দাবীসনদগুলো সম্পর্কে তাঁর/তাঁদের মতামত জানিয়ে। কোন দ্বিমত থাকলে তা জানিয়ে। কোন সংযোজন-বিয়োজনের পরামর্শ থাকলে তা জানিয়ে।
২। সংশ্লিষ্ট আরও মানুষকে এই দাবীসনদ তৈরির প্রক্রিয়ায় সামিল করে, আরও পরামর্শ, মতামত পেতে ও সুস্থ বিতর্কের অবকাশ তৈরি করে।
৩। এই দাবীসনদগুলো নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিদের গোচরে এনে, তাঁদের মতামত ও প্রতিক্রিয়া পেতে।
সকলকে ধন্যবাদ।
উত্তরবঙ্গের জনজাতি সমাজের দাবীসনদটি নিয়ে আপনার যদি কোন মতামত/পরামর্শ থাকে, তাহলে এখানে লিখতে পারেন। https://forms.gle/XqDAAcLZen87qM1g6
এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।
তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।
যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।
আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।
আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।