কলকাতা কমন্স

কথোপকথনে তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার

শ্রী সৌমিত্র দস্তিদারের বহুবিধ ব্যস্ততা। তথ্যচিত্র বানান, বানানোর আগে কিছু কাজ থাকে, তার জন্য ঘোরাঘুরি, বানানোর পরে সেই তথ্যচিত্র দেখানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সঙ্গে তার ওপর আলোচনা প্রভৃতি। এরই মধ্যে তথ্যচিত্র বানানোর জন্য অর্থসংগ্রহের বন্দোবস্ত করতে হয়। সব মিলিয়ে, পর পর তিনবারের চেষ্টায় শেষ পর্যন্ত ইন্টারভিউ-এর জন্য তাঁর সময় পাওয়া গেল।ইন্টারভিউয়ের দিনেও, অন্যান্য হ্যাপা সামলে, পৌঁছলেন খানিক দেরিতে।

শীতের বিকেল, সূর্য ঢলতে শুরু করেছে। কিন্তু সৌমিত্রবাবুর ইন্টারভিউ বন্ধ ঘরে করা কোন কাজের কথা নয়। পরিকল্পনা মাফিক বাইরেই হলো। পাখি ডাকছে, গাড়ীর হর্ন, কুকুরের ডাক, ফ্রেমের মধ্যে তারে মেলা প্রতিবেশীর লুঙ্গি, আর তার মধ্যে তিনি একের পর এক বোম ফাটাচ্ছেন। আলো ঘুরে যাচ্ছে। চিত্রগ্রাহক পলাশ, তার সঙ্গে পাল্লা দিয়ে, ইন্টারভিউ-এর মধ্যেই ফ্রেম ঘোরাচ্ছে। কখনও এক ক্যামেরার ফ্রেম-এ অন্য ক্যামেরাও ঢুকে পড়ছে। সৌমিত্রবাবুও তার চাঁছাছোলা বক্তব্য রেখে যাচ্ছেন।

পঁচিশ মিনিটের ইন্টারভিউ গড়ালো একঘন্টা। ফলে কমবেশি কুড়ি মিনিটের তিনটি পর্বে প্রকাশ করা হবে – এরকম পরিকল্পনা। প্রথম পর্ব আজ, ২৭ ডিসেম্বর, ২০১৮।

দ্বিতীয় পর্ব, ৩ জানুয়ারি, ২০১৯।

তৃতীয় পর্ব ১০ জানুয়ারি, ২০১৯।

আর ১৯ জানুয়ারি, ২০১৯, শনিবার দেশভাগ নিয়ে কথোপকথন। থাকবেন, সীমান্তআখ্যান তথ্যচিত্রের নির্মাতা শ্রী সৌমিত্র দস্তিদার, আর বিয়োগপর্ব-এর লেখক, শ্রী দেবতোষ দাশ।

এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।

তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।

যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।

আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।

আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।