কলকাতা কমন্স

কথোপকথনে তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার

শ্রী সৌমিত্র দস্তিদারের কাছে অকপটে জানতে চাওয়া হয়েছিল, “আপনি নাকি জামাতের টাকায় সিনেমা করেন?”

উত্তরে সৌমিত্র দস্তিদার জানালেন, এই বাইনারির ভন্ডামো নিয়ে তিনি যথেষ্ট বিরক্ত।
ফেসবুকে ফিল্মের জন্য সাহায্য চেয়ে তাঁর আবেদনের পরে, প্রথম হাজার টাকা-টি এসেছে, ধুলিয়ানের এক স্কুল শিক্ষকের কাছ থেকে, ঘটনাচক্রে যিনি যুবক এবং মুসলিম।

আর এই রকম সাহায্যের ওপর দাঁড়িয়ে যে ফিল্ম তিনি বানাতে পারেন, তার সীমাবদ্ধতা সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। কিন্তু তার পরেও ছবি তৈরি করা আর দেখানোর জন্য তিনি সাধারণ মানুষের ওপরেই বেশি নির্ভর করবেন। শহুরে এলিটরা সেখানে এলে ভাল।

হয়তো আরও কিছু কাজ করতে পারলে ভাল হত, হয়তো আরও বেশি নান্দনিক হত। কিন্তু নান্দনিকতা আর কথাগুলো বলে ফেলতে পারার মধ্যে যদি কোন একটাকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা আসে, তাহলে তিনি জানেন তিনি কোনটাকে বাছবেন।

কথামতন, আজ ৩ জানুয়ারি, ২০১৯ দ্বিতীয় পর্ব।

এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।

তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।

যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।

আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।

আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।