শ্রী শুদ্ধসত্ত্ব ঘোষ-এর মহাভারত পরিক্রমা, শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। গত কয়েক বছরের ধারাবাহিকতায়, ২০১৯-এর, কলকাতা বইমেলায় প্রকাশিত হলো, পঞ্চম খন্ড। পরপর এতগুলো বছর ধরে, মহাভারত পরিক্রমার এই ধারাবাহিকতাটাই, এই উদ্যোগের গুরুত্ব ও গ্রহণযোগ্যতার পরিচায়ক। পঞ্চম খন্ড প্রকাশের আগে, শুদ্ধসত্ত্ব-র সঙ্গে আলাপচারিতা। প্রথম পর্ব।
কথোপকথন-এ শ্রী শুদ্ধসত্ত্ব ঘোষ।
- লিখেছেন কলকাতা কমন্স
- মূল বিভাগঃ মুখোমুখি
- বিভাগঃ বিষয়ঃ বাংলাভাষায় পুরাণচর্চা
এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।
তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।
যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।
আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।
আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।