'মহাভারত'-এর পঞ্চম খন্ড প্রকাশকে ঘিরে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল, ২০১৯-এর ফেব্রুয়ারিতে। পরিকল্পনা ছিল, বইমেলার পরে বসন্তকাল থাকতে থাকতেই, মহাভারত-কথা নিয়ে সারা-বাংলা ঘুরে বৈঠকী আলোচনা সভা সংগঠিত হবে। সব পরিকল্পনা সবসময়, সময় মতন বাস্তবায়িত হয় না। শেষ পর্যন্ত মারুফ হোসেনের উদ্যোগে অভিযান পাবলিশার্স ব্যাপারটাকে সম্ভব করে তুললেন। সহযোগী, সংকলন(কৃষ্ণনগর), বই বিপণি এবং সাংস্কৃতিক কেন্দ্র। ২৩ জুন, ২০১৯, রবিবার, সারা বাংলা মহাভারত যাত্রার প্রথম মহাভারত-কথাটি অনুষ্ঠিত হয়েছে, কৃষ্ণনগর সংকলন-এ।
কোন বাংলা প্রকাশনা-কে ঘিরে এরকম উদ্যোগ সচরাচর দেখা যায় না। এরকম একটি প্রয়োজনীয় উদ্যোগকে ঘটিয়ে ওঠানোর জন্য, প্রকাশক অভিযান পাবলিশার্স, বইবিপণি কৃষ্ণনগর সংকলন, ও লেখক শুদ্ধসত্ত্ব ঘোষ-কে অভিনন্দন।
আমরা সারা বাংলা মহাভারত যাত্রা ও মহাভারত-কথার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।
তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।
যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।
আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।