কলকাতা কমন্স

প্রান্তিক লিঙ্গ ও যৌনতার নাগরিকদের দাবীসনদ, কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া

গণতান্ত্রিক নাগরিক অধিকার

১। NRC প্রক্রিয়ার কারণে ট্রান্সজেন্ডার নাগরিকরা প্রভুত সমস্যায় পরতে পারেন। নির্বাচিত সরকারকে রাজ্যে NRC সংক্রান্ত প্রক্রিয়াকে বন্ধ ও বাতিল করতে হবে।

২। প্রান্তিক লিঙ্গ ও যৌনতার নাগরিকদের অধিকারের বিষয়টি সংবিধানের মৌলিক অধিকারের নিরিখেই দেখতে হবে । কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিচার অনুযায়ী নয় 

৩। সামাজিক বৈষম্য কমানোর জন্য, বৈষম্য বিরোধী আইন প্রণয়নের ক্ষেত্রে প্রান্তিক লিঙ্গ ও যৌনতার মানুষদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণকে শাস্তিযোগ্য অপরাধ বলে অন্তর্ভুক্ত করতে হবে।

৪। রূপান্তরকামীদের নাগরিকদের সুরক্ষার জন্য ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট-এ নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থাকে কগনিজেবল অফেন্স র আওতায় আনতে হবে 

৫। নির্বাচনে প্রার্থীবাছাই-এর ক্ষেত্রে, প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষদের জন্য আসন সংরক্ষণ করতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনিক ও আইনি সংস্কার

৬। নালসা জাজমেন্ট অনুযায়ী, ব্যক্তির নিজের ঘোষণা অনুযায়ী নাগরিক নথি গুলিতে অনুযায়ী নাম এবং লিঙ্গ পরিবর্তনের সহজ ও স্বচ্ছ করতে এক জানালা ব্যবস্থা চালু করতে হবে।

৭। জুভেনাইল জাস্টিস অ্যাক্টকে ট্রান্স ইনক্লুসিভ করতে হবে। আদার্স বলে কোন ক্যাটাগরি নেই। চিল্ড্রেন ইন নীড অফ কেয়ার ক্যাটাগরিতে ট্রান্সচাইল্ডদের জন্য আলাদা শেল্টার হোম করতে হবে। বিশেষ করে শিশুপাচারের ঘটনায় যে সমস্ত ট্রান্সশিশুদের উদ্ধার করা হয়, তাদের সম্পর্কে যত্নশীল হবে এমন শেল্টার-এর ব্যবস্থা করতে হবে।

৮। রাজ্য, জেলা থেকে গ্রামস্তর পর্যন্ত চাইল্ড প্রোটেকশন কমিটিগুলোর কার্যকলাপের ক্ষেত্রে প্রান্তিক লিঙ্গ ও যৌনতা পরিচয়ের শিশুদের ব্যাপারে আলাদা করে ব্যবস্থা নিতে হবে।

৯। ট্রান্স প্রোটেকশন অ্যাক্ট-এ নালসা জাজমেন্টের সংজ্ঞা অনুযায়ী ট্রান্সজেন্ডার-কে সংজ্ঞায়িত করতে হবে।

১০। প্রান্তিক লিঙ্গ এবং যৌনতার শিশুদের বিরুদ্ধে পারিবারিক বৈষম্যে রোধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ দরকার।

১১। সমলিঙ্গের দম্পতিদের জন্য সহায়ক হয় এমন ভাবে সন্তান দত্তক নেওয়ার আইনি সংশোধন করতে হবে।

১২। LGBT কমিউনিটির মানুষদের জন্য কার্যক্ষেত্রে বৈষম্যরোধক ব্যবস্থা কার্যকরী করতে হবে। বিশাখা গাইডলাইন অনুযায়ী, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে এবং মহিলাদে র জন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী কমিটি-র মত প্রান্তিক লিঙ্গ ও যৌনতার পরিচয়ের কর্মীদের জন্যও যৌন নির্যাতন বিরোধী গাইডলাইন তৈরী করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও যাতে লিঙ্গ ও যৌনতার পরিচয়ের মানুষেরা তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারেন এরকম ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করতে হবে।

১৩। নালসা জাজমেন্ট-এর সুপারিশ অনুযায়ী রাজ্যস্তরের পাশাপাশি জেলাস্তরে ট্রান্সজেন্ডার বোর্ড তৈরি করতে হবে।

১৪। সমস্ত সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে জেন্ডার নিউট্রাল বাথরুম বাধ্যতামূলক করতে হবে। বেসরকারি ক্ষেত্রেও সমস্ত প্রতিষ্ঠানে যাতে জেন্ডার নিউট্রাল বাথরুম করা হয় তার বন্দোবস্ত করতে হবে।

১৫। পারিবারিক বিরোধিতার কারণে, প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের নাগরিকদের বাধ্যতামূলক অভিবাসনের ঘটনা বেশি ঘটে। পরিবার থেকে বিতাড়িত ট্রান্সজেন্ডার দের জন্য সরকারী উদ্যোগে শেল্টার (শর্ট স্টে হোম) করতে হবে।

১৬। ৩৭৭-এর বিলুপ্তির আইনি পদক্ষেপের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে, সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে 

জীবন ও জীবিকার অধিকার

১৭। নালসা জাজমেন্টে অনুযায়ী, সমস্ত ধরণের সরকারী চাকরি-র ক্ষেত্রে প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের উল্লেখ করার মত আলাদা ক্যাটাগরির উল্লেখ বাধ্যতামূলক করতে হবে।

১৮। নালসা জাজমেন্ট অনুযায়ী স্কুলস্তর থেকে, স্কিল ট্রেনিং-এর মধ্যে ট্রান্সজেন্ডার দের জন্য ভোকেশনাল ট্রেনিং-এর বন্দোবস্ত করতে হবে।

১৯। প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের নাগরিকদের, বিশেষতঃ মহিলা ও ট্রান্সমহিলাদের, পারিবারিক ও দাম্পত্য জীবনের অসুবিধের কারণে বৃদ্ধ বয়সে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের প্রবীণ নাগরিকদের জন্য সরকারি সাহায্যের বন্দোবস্ত করতে হবে।

শিক্ষার অধিকার

২০। নয়া শিক্ষানীতিতে প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচয়ের বিষয় পাঠক্রমের মধ্যে আনতে হবে যাতে এটি অচ্ছ্যুত বিষয় হয়ে না থাকে । এর ফলে স্কুলস্তরে যে কোন ধরণের যৌন হেনস্থা-র ঘটনা কেও কমিয়ে আনা যাবে।

২১। ইনক্লুসিভ এডুকেশন পলিসি যেমন ভাবে , বিশেষ ভাবে সক্ষম শিশুদের প্রতি বিশেষ কেয়ার নেওয়ার কথা আছে , তেমনি প্রান্তিক লিঙ্গ ও যৌন পরিচিতির শিশুদের বিষয়ে ও একই দৃষ্টিভঙ্গি নিতে হবে।

স্বাস্থ্যের অধিকার

২২। সমস্ত ধরণের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ট্রান্সজেন্ডার ওয়ার্ড চালু করতে হবে।

আমরা এই দাবীসনদগুলোকে কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া বলছি। কারণ, আমরা মনে করি, এটা একটা চলমান প্রক্রিয়া। এই দাবীসনদে অন্তর্ভুক্ত কোন দাবী নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। কেউ কোন সংযোজন প্রয়োজন মনে করতে পারেন।
ফেসবুকে এই দাবীসনদগুলো প্রকাশ করার পাশাপাশি, আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই দাবীসনদগুলো ইমেল করছি। বিভিন্ন পরিচিতির মাধ্যমে চেষ্টা করছি, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে এই দাবীসনদ পৌঁছে দিতে এবং তাঁদের মতামত জানতে।
এখানে যে কেউ এই প্রক্রিয়াটাকে আরও ফলপ্রসূ করে তোলার উদ্যোগে সহায়তা করতে পারেন।
১। দাবীসনদগুলো সম্পর্কে তাঁর/তাঁদের মতামত জানিয়ে। কোন দ্বিমত থাকলে তা জানিয়ে। কোন সংযোজন-বিয়োজনের পরামর্শ থাকলে তা জানিয়ে।
২। সংশ্লিষ্ট আরও মানুষকে এই দাবীসনদ তৈরির প্রক্রিয়ায় সামিল করে, আরও পরামর্শ, মতামত পেতে ও সুস্থ বিতর্কের অবকাশ তৈরি করে।
৩। এই দাবীসনদগুলো নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিদের গোচরে এনে, তাঁদের মতামত ও প্রতিক্রিয়া পেতে।
সকলকে ধন্যবাদ।

প্রান্তিক লিঙ্গ ও যৌনতার নাগরিকদের দাবীসনদটি নিয়ে আপনার যদি কোন মতামত/পরামর্শ থাকে, তাহলে এখানে লিখতে পারেন। https://forms.gle/XqDAAcLZen87qM1g6

এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।

তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।

যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।

আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।

আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।