কলকাতা কমন্স

বাগিচা শ্রমিকদের দাবীসনদ, কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া

ন্যূনতম মজুরি সংক্রান্ত দাবী

১। বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।

২। সমস্ত স্তরের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০০% নিউট্রালাইজেশানের ব্যবস্থা সহ ভিডিএ চালু করতে হবে।

৩। ২০০৫ সালের চুক্তির পর্যালোচনা করে ডিসইনসেন্টিভের নামে মজুরি কাটার ব্যবস্থা বাতিল করতে হবে।

প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট এবং নতুন শ্রম আইন সংক্রান্ত

৪। নয়া লেবার কোড বাতিলের দাবির পক্ষে রাজ্য সরকারকেও সদর্থক অবস্থান নিতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট সহ অন্যান্য শ্রম আইন অনুযায়ী বাগিচা শ্রমিকদের যে সুবিধেগুলো প্রাপ্য সেগুলো সুনিশ্চিত করতে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একমাত্র শ্রমিকদের দাবি/সম্মতির ভত্তিতেই আইনের প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।

৫। প্রতিটি বাগানে শ্রমিকদের জন্য, বিশেষত মহিলাদের জন্য কর্মক্ষেত্রে ও বাসস্থানে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর শৌচালয়ের বন্দোবস্ত করতে হবে।

৬। সর্বত্র শিশুদের জন্য উপযুক্ত ক্রেশ-এর ব্যবস্থা করতে হবে।

৭। সমস্ত বাগান হাসপাতালে এমবিবিএস ডাক্তার ও উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে।

৮। পানীয় জলের সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য স্কুল বাসের ব্যবস্থা করতে হবে।

বাস সংস্থান সমস্যা সংক্রান্ত

১০। চা বাগানের শ্রমিকদের নিজ বাসস্থানের জমির পাট্টা দিতে হবে।

অবসরকালীন সামাজিক সুরক্ষা সংক্রান্ত

১১। ষাট বছরে অবসর চালু করতে হবে।

১২। অবসর কালীন ভাতা (পিএফ, গ্র্যাচুইটি) সংক্রান্ত দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ বন্ধ করতে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে।

১৩। ডিজিটাল ইন্ডিয়ার নামে শ্রমিকদের পিএফ নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। টাকা তোলার ক্ষেত্রে অফ লাইন ব্যবস্থা বজায় রাখতে হবে। সর্বত্র সহজে আধার ও ভোটার কার্ড সংশোধনের ব্যবস্থা করতে হবে।

বন্ধ বাগান খোলা ও বাগিচা শিল্পের পুনরুজ্জীবন সংক্রান্ত

১৪। কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে বন্ধ/পরিত্যাক্ত/অচল বাগানগুলি অধিগ্রহণ করে অবিলম্বে চালু করতে হবে। এর জন্য WBTDC-কে পুনরুজ্জীবিত করতে হবে।

১৫। বন্ধ বাগান খোলা বা হস্তান্তরের ক্ষেত্রে যেসব অন্যায় শর্ত আরোপ করা হয়েছিল, সেগুলো বাতিল করতে হবে।

১৬। পূর্বতন ডানকানস, অ্যালকেমিস্ট-এর মালিকানাধীন বাগান সহ বিভিন্ন বাগানের মালিকানা হস্তান্তর নিয়ে ধোঁয়াশা দুর করতে সঠিক তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

১৭। নিয়মিত আপপরুটিং, রিপ্ল্যান্টেশন ও বাগানের পরিচর্যা এবং উৎপাদনের পরিমাণ ও গুণগত মান সুনিশ্চিত করতে সরকারের তরফে কঠোর তত্ত্বাবধানের ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারেও কেন্দ্র-রাজ্যের সমন্বিত প্রয়াসের উদ্যোগ নিতে হবে।

১৮। সিঙ্কোনা শিল্পের পুনরুজ্জীবনের জন্য সবরকম উদ্যোগ গ্রহণ করতে হবে। সিঙ্কোনা বাগিচার বেসরকারীকরণ চলবে না।

নয়াবাগান সংক্রান্ত

১৯। নয়া বাগানের ক্ষেত্রে সমকাজে সমমজুরির নীতি অনুযায়ী সেট বাগানের সমান মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা চালু করতে হবে।

২০। প্রান্তিক চা চাষীদের কাঁচা পাতার ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।

কর্মসুরক্ষা ও ঠিকাদারী প্রথা সংক্রান্ত

২১। চাবাগানের স্থায়ী কাজে ঠিকাপ্রথা চলবে না।

২২। আউটবিঘা/ভাউচার/বস্তিবিঘা নিয়োগ বন্ধ করে  সাধারণ বিঘা শ্রমিক নিয়োগ করতে হবে।

২৩। নয়া গনতি (additional employment) দিতে হবে। অর্থাৎ বিঘা শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২৪। স্টাফ ও সাব স্টাফদের শূন্যপদ পূরণ করতে হবে।

২৫। যথেচ্ছ ক্যাশ প্লাকিং, জবরদস্তি ওভারটাইম এবং কাজের সময় ও বোঝা বাড়ানো বন্ধ করতে হবে।

২৬। সমস্ত স্তরের শ্রমিকদের সিনিয়রিটি, দক্ষতা ও যোগ্যতার ভত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে মহিলা শ্রমিকদের ক্ষেত্রে কোনও রকম বৈষম্য করা চলবে না।

টি ট্যুরিজম সংক্রান্ত

২৭। চা বাগানের জমিতে কোনও ধরনেরর প্রমোটারি এবং টী ট্যুরিজম-এর উদ্যোগ বাতিল করতে হবে।

২৮। বাগানের অব্যবহৃত ও উদ্বৃত্ত জমি রিজিউম করে সেখানে শ্রমিকদের বাস সংস্থান ও কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে।

সরকারি প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা সংক্রান্ত

২৯। মালিকদের অবাধ লুটতরাজ বন্ধ করতে শ্রম দপ্তরকে শক্তিশালী করতে হবে।

৩০। ষষ্ঠ ট্রাইব্যুনালে স্থায়ী বিচারক নিয়োগ করতে হবে।

নাগরিক অধিকার সংক্রান্ত

৩১। NRC, NPR, CAA বাতিল করতে হবে।

 

আমরা এই দাবীসনদগুলোকে কথোপকথন-এ গৃহীত প্রস্তাবগুলির চূড়ান্ত খসড়া বলছি। কারণ, আমরা মনে করি, এটা একটা চলমান প্রক্রিয়া। এই দাবীসনদে অন্তর্ভুক্ত কোন দাবী নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। কেউ কোন সংযোজন প্রয়োজন মনে করতে পারেন।
ফেসবুকে এই দাবীসনদগুলো প্রকাশ করার পাশাপাশি, আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই দাবীসনদগুলো ইমেল করছি। বিভিন্ন পরিচিতির মাধ্যমে চেষ্টা করছি, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে এই দাবীসনদ পৌঁছে দিতে এবং তাঁদের মতামত জানতে।
এখানে যে কেউ এই প্রক্রিয়াটাকে আরও ফলপ্রসূ করে তোলার উদ্যোগে সহায়তা করতে পারেন।
১। দাবীসনদগুলো সম্পর্কে তাঁর/তাঁদের মতামত জানিয়ে। কোন দ্বিমত থাকলে তা জানিয়ে। কোন সংযোজন-বিয়োজনের পরামর্শ থাকলে তা জানিয়ে।
২। সংশ্লিষ্ট আরও মানুষকে এই দাবীসনদ তৈরির প্রক্রিয়ায় সামিল করে, আরও পরামর্শ, মতামত পেতে ও সুস্থ বিতর্কের অবকাশ তৈরি করে।
৩। এই দাবীসনদগুলো নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিদের গোচরে এনে, তাঁদের মতামত ও প্রতিক্রিয়া পেতে।
সকলকে ধন্যবাদ।

বাগিচা শ্রমিকদের দাবীসনদটি নিয়ে আপনার যদি কোন মতামত/পরামর্শ থাকে, তাহলে এখানে লিখতে পারেন। https://forms.gle/XqDAAcLZen87qM1g6

এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখালেখি, সেটা কলকাতা কমন্স-এর বক্তব্য হোক বা কোন ব্যক্তি-র, সেটা, সেই বিষয়ে, একটা ধারণা তৈরি করার প্রক্রিয়ার অংশ।চূড়ান্ত কোন অবস্থান নয়, একটা অবস্থানে পৌঁছনোর চেষ্টা।

তাই, এই ওয়েবসাইটে প্রকাশিত 'কলকাতা কমন্স’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা সেই ব্যবহারটা জানতে আগ্রহী।তাহলে এই চর্চা তৈরির চেষ্টাটা আরও ফলপ্রসূ হয়।

যে লেখাগুলো কলকাতা কমন্স-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।

আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে যে কোন প্রতিক্রিয়া কে আমরা স্বাগত জানাই।

আমাদের ইমেল করতে পারেন, commons@kolkatacommons.org তে।