কলকাতা কমন্স

বিষয়ঃ তথ্যচিত্র

ফিল্ম বানানোটা যদি অ্যাক্টিভিজম হয়, তাহলে, ফিল্ম-এর গোটা প্রক্রিয়াটার মধ্যেই সেই অ্যাক্টিভিজম থাকা উচিৎ। নিশ্চিন্ত ফান্ড-এর আশ্বাস নিয়ে সেই ফিল্ম বানানো সম্ভব নয়। কিছু একটা বানিয়ে ফেলাই যেতে পারে, তবে সেটা ফিল্ম দেখানোর কতগুলো পরিচিত, শহুরে জায়গার মধ্যেই আটকে থাকবে, সেটারই সম্ভাবনা বেশি।

কথোপকথনে তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার

শ্রী সৌমিত্র দস্তিদারের কাছে অকপটে জানতে চাওয়া হয়েছিল, “আপনি নাকি জামাতের টাকায় সিনেমা করেন?”

উত্তরে সৌমিত্র দস্তিদার জানালেন, এই বাইনারির ভন্ডামো নিয়ে তিনি যথেষ্ট বিরক্ত।
ফেসবুকে ফিল্মের জন্য সাহায্য চেয়ে তাঁর আবেদনের পরে, প্রথম হাজার টাকা-টি এসেছে, ধুলিয়ানের এক স্কুল শিক্ষকের কাছ থেকে, ঘটনাচক্রে যিনি যুবক এবং মুসলিম।

কথোপকথনে তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার

শ্রী সৌমিত্র দস্তিদারের বহুবিধ ব্যস্ততা। তথ্যচিত্র বানান, বানানোর আগে কিছু কাজ থাকে, তার জন্য ঘোরাঘুরি, বানানোর পরে সেই তথ্যচিত্র দেখানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সঙ্গে তার ওপর আলোচনা প্রভৃতি। এরই মধ্যে তথ্যচিত্র বানানোর জন্য অর্থসংগ্রহের বন্দোবস্ত করতে হয়। সব মিলিয়ে, পর পর তিনবারের চেষ্টায় শেষ পর্যন্ত ইন্টারভিউ-এর জন্য তাঁর সময় পাওয়া গেল।